চালুর অপেক্ষায় ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’

নদী অববাহিকা, চরাঞ্চল ও সুন্দরবন এলাকার মানুষের চিকিৎসায় চালু হতে যাচ্ছে ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 01:12 PM
Updated : 20 August 2020, 01:12 PM

বাংলাদেশ কোস্ট গার্ড ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এই হাসপাতালটি চালু করতে যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামী এক সপ্তাহের মধ্যে এই হাসপাতাল চালু করার আশা করছেন উদ্যোক্তারা।

ইতোমধ্যেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পতেঙ্গায় একটি ১০০ শয্যার হাসপাতাল চালু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক সালমান খান বলেন, খুলনার রূপসা নদীতে থাকা ২১ কেবিনের একটি পর্যটন তরীকে হাসপাতাল বানানো হচ্ছে। নিউ রেইনবো ট্যুর নামের একটি পর্যটন প্রতিষ্ঠানের মালিকানাধীন এই নৌযানটি আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতাল হিসেবে তৈরি হয়ে যাবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাশ বলেন, নদীমাতৃক বদ্বীপ বাংলাদেশে ঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করেই মানুষকে বাঁচতে হয়। তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্যই এমন উদ্যোগ।

“বাংলাদেশের জনগণের অর্থে পরিচালিত বিদ্যানন্দ সব সময়ই জনগণের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে। ‘জীবন খেয়া’ চালু করতেও সবাইকে অর্থ, ওষুধ বা অন্য যেকোনো কিছু নিয়ে এগিয়ে আসতে হবে।”