মিরপুরে স্ত্রী হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে দাম্পত্য কলহের জেরে এক নারীকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2020, 05:39 AM
Updated : 14 August 2020, 05:58 AM

রাজিয়া আক্তার নামের ৪৮ বছর বয়সী ওই নারীকে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

প্রতীকী ছবি

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মিরপুর বি-ব্লকের ৬ নম্বর লেইনের ১১ নম্বর বাড়িতে রাজিয়াদের বাসা। তার ছেলে জয় সকালে রক্তাক্ত অবস্থায় তার মাকে হাসপাতালে নিয়ে আসে। 

রাজিয়ার স্বামী জহির উদ্দিন বাবরকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “বাবর দাম্পত্য কলহের জেরে রাজিয়াকে টর্চ লাইট দিয়ে আঘাত করে। তাতে টর্চ লাইটের কাচ ভেঙে ছুরির মত ধারালো হয়ে যায়। তারপরও বাবর ওই টর্চ দিয়ে রাজিয়াকে আরও আঘাত করে। তাতে তিনি গুরুতর জখম হন।”

বাবর নিজেই মিরপুরের ওই ভবনের মালিক জানিয়ে ওসি বলেন, ঘটনার সময় তাদের ছেলে, দুই মেয়ে এবং কয়েকজন আত্মীয় বাসায় ছিলেন।

ময়নাতদন্তের জন্য রাজিয়ার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।