লাখে মাসে ১০ হাজার টাকা মুনাফার লোভ, আটক ৮

রাজধানীর বাড্ডায় একটি ভুয়া এমএলএম কোম্পানির অফিসে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 06:03 PM
Updated : 13 August 2020, 07:09 PM

‘গ্লোবাল পেইন’ নামের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম।

এরা হলেন- ‘গ্লোবাল পেইন’ নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম, সিও সাইফুল ইসলাম, কর্মকর্তা সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, আলতাব, জাকারিয়া, মেহেদী ও মারুফ।

র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সন্ধ্যা থেকে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের ১৫ তলায় ওই প্রতিষ্ঠানের অফিসে অভিযান চালানো হয়।

তিনি বলেন, প্রতি এক লাখ টাকায় মাসে ১০ থেকে ১২ হাজার টাকা মুনাফা দেওয়ার কথা বলে প্রায় ১৩ হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা নেয় তারা।

“এটা বড় ধরনের প্রতারণা। তাদের অফিস থেকে বিপুল পরিমাণ চেক ও মানি রিসিপ্ট উদ্ধার করা হয়।”

ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রামেও এই চক্র চারটি অফিস খুলে এভাবে লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানান তিনি।