শাহজালালে সাড়ে ৩ কেজি সোনাসহ দুবাইফেরত গ্রেপ্তার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে তিন কেজি সোনাসহ দুবাইফেরত একজন যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 04:52 PM
Updated : 13 August 2020, 04:52 PM

আটকের নাম মো. আলমাস আলী (৩৫)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে আসা যাত্রী আলমাসকে ঢাকা কাস্টমস হাউজের বি শিফটের কর্মকর্তারা গ্রিন চ্যানেল এলাকায় চ্যালেঞ্জ ও তল্লাশি করে।

এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করে ব্যাগের ভেতরে থাকা দুটি ‘মিক্সার মেশিনের’ মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার বারের ওজন ৩ কেজি ৭০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ২২ লাখ টাকা।

আটকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।