বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্য, আইনজীবীকে তলব

ফেইসবুকে প্রধান বিচারপতি ও বিচার বিভাগ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুবকে তলব করেছে সর্বোচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2020, 09:12 AM
Updated : 12 August 2020, 11:03 AM

এই মন্তব্যের কারণে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, আগামী ২০ অগাস্ট সকাল সাড়ে ৯টায় আপিল বিভাগের এক নম্বর আদালতে হাজির হয়ে তার ব্যাখ্যা দিতে হবে এ আইনজীবীকে।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চের বিচারকাজ চলার সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ফেইসবুকে আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের অবমাননাকর মন্তব্যের বিষয়টি নজরে আনেন।

পরে আদালত অবমাননা প্রশ্নে রুল জারি করে এ আইনজীবীকে তলব করে ভার্চুয়াল আপিল বেঞ্চ। 

জানতে চাইলে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ফেইসবুকের একটি স্ট্যাটাসে প্রধান বিচারপতি সম্পর্কে ভুল করে একটি শব্দ ব্যবহার করেছি। স্ট্যাটাসটি আমি ডিলিট করে দিয়ে এপোলজিও চেয়েছি। আমি ২০ অআস্ট সুপ্রিম কোর্টে হাজির হব এবং আমার ভুলের জন্য সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইব।”

রুলের জবাব দেবেন বলেও জানান এই আইনজীবী।