প্রণোদনার অর্থ ফেরত নিচ্ছে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

মহামারী ঠেকানো কিংবা করোনাভাইরাসের রোগীদের সেবার সঙ্গে যুক্ত না থাকলেও এই রোগে আক্রান্তদের সেবায় নিয়োজিতদের বিশেষ সম্মানীর পরিপত্রের আলোকে কর্মকর্তাদের দেওয়া প্রণোদনার অর্থ ফেরত নেবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2020, 11:42 AM
Updated : 6 August 2020, 11:42 AM

এই কর্তৃপক্ষের চেয়ারম্যান চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রণোদনা হিসেবে দেওয়া অর্থ ফেরত দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

“যেহেতু সুস্পষ্ট অর্ডারের আলোকে এই প্রণোদনা দেওয়া হয়নি এবং এনিয়ে বিতর্ক হচ্ছে, তাই আমরা এগুলো ফেরত নিয়ে নেব। আমরা ইতোমধ্যে বলে দিয়েছি তা ফেরত দিতে।”

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের বাইরে অন্যদের প্রণোদনা দেওয়ার বিষয়ে সরকারের কোনো সার্কুলার না থাকলেও কর্মকর্তাদের প্রণোদনা হিসেবে এক থেকে দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

তাদের মতো প্রণোদনা দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনও।

এনিয়ে বুধবার সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যা দেখে সব মহলে আলোচনা ওঠে।

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি সভায় অংশ নেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোজাম্মেল হক। এ সময় মন্ত্রণালয়ের সচিব প্রণোদনার অর্থ কীভাবে দেওয়া হয়েছে সে বিষয়ে তার কাছে জানতে চান।এরপর এই প্রণোদনার অর্থ ফেরত নিতে চেয়ারম্যানকে নির্দেশনা দেন সচিব।

প্রণোদনার এই অর্থ নিয়ে আপত্তি উঠলে তা ফেরত দিতে হবে, এমন লিখিত প্রতিশ্রুতি নিয়েই ওই টাকা দেওয়া হয়েছিল।

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রণোদনার অর্থ ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরমাণু শক্তি কমিশন তাদের কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা হিসেবে যে টাকা দিয়েছে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।