লেজিসলেটিভ সচিবের দায়িত্বে মইনুল কবির

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের চলতি দায়িত্ব পেয়েছেন একই বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) মো. মইনুল কবির।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 03:17 PM
Updated : 3 August 2020, 03:17 PM

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে।

সেখানে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মইনুল কবির লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের চলতি দায়িত্ব পালন করবেন।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ জুলাই মারা গেছেন।

নবম বিসিএস ব্যাচের জুডিসিয়াল ক্যাডারের কর্মকর্তা মইনুল ১৯৯১ সালের ২৬ জানুয়ারি সরকারি চাকরিতে যোগ দেন।

তিনি ময়মনসিংহ, ফরিদপুর ও চাঁদপুর জেলা জজ আদালতে সহকারী জজ ও জ্যেষ্ঠ সহকারী জজ পদে চাকরি করেন।

১৯৯৮ সালের ৫ জুলাই আইন মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব (ড্রাফটিং) পদে যোগ দিয়ে ২০১৯ সালের ২৮ মে এই বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) পদে পদোন্নতি পান তিনি।