এক মাস ধরে বন্যায় ভাসছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা। পানি কখনো বাড়ছে, কখনো কমছে। কখনো পানি বেড়ে ডুবে যাচ্ছে নদী তীরের মানুষের মাথা গোঁজার ঠাঁই। সামান্য যে উঁচু জায়গাটুকু পানি ছুঁতে পারেনি, সেখানে কোনমতে গবাদিপশু রেখে নিজেরা আশ্রয় নিয়েছেন নৌকায়।
Published : 26 Jul 2020, 11:43 AM