বানে ভাসছে সারিয়াকান্দি

চারিদিকে কেবল পানি আর পানি। নিজেদের মাথা গোঁজার ঠাঁইটুকু তো হারিয়েছেই; তলিয়েছে গবাদিপশুর আশ্রয়স্থলও। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতি বর্ষণে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় একমাসেরও বেশি সময় ধরে পানিবন্দি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নদী তীরবর্তী অঞ্চলের অর্ধ শতাধিকেরও বেশি গ্রামের মানুষ।

মোস্তাফিজুর রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2020, 04:23 AM
Updated : 24 July 2020, 04:36 AM