ডা. সাবরিনার ‘দুর্নীতি’ খুঁজবেন দুদকের মনি
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2020 08:59 PM BdST Updated: 18 Jul 2020 07:57 PM BdST
-
সাবরিনা আরিফকে সোমবার ঢাকার হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
করোনাভাইরাসের ভুয়া প্রতিবেদন দিয়ে জেকেজি হেলথ কেয়ারের আট কোটি টাকা হাতিয়ে নেওয়ায় ডা. সাবরিনা আরিফের সম্পৃক্ততা অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
Related Stories
দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মনিকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সোমবার কমিশনের এক সভায় এই অনুসন্ধানের সিদ্ধান্ত হয়।
ডা. সাবরিনাকে নিয়ে অনুসন্ধানে দুদক
জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল চৌধুরী ডা. সাবরিনার স্বামী। সাবরিনা জেকেজির চেয়ারম্যান হিসেবে পরিচিত হলেও এখন তিনি তা অস্বীকার করছেন।
আরিফুলকে গ্রেপ্তারের পর জেকেজির দুর্নীতির অনুসন্ধানে গত ১২ জুলাই সাবরিনাকেও গ্রেপ্তার করে পুলিশ। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ছিলেন। গ্রেপ্তার হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়।
করোনাভাইরাসের ভুয়া প্রতিবেদন দিয়ে আট কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছাড়াও সাবরিনার অবৈধ সম্পদের বিষয়েও অনুসন্ধান চালাবেন দুদক কর্মকর্তা মনি।
জেকেজি থেকে সাবরিনার ‘বেতনের স্লিপ’ পুলিশের হাতে
গ্রেপ্তারের ঠিক আগে যা বললেন ডা. সাবরিনা
সাবরিনার মোবাইল সিম নিবন্ধিত এক রোগীর নামে
সাবরিনার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে দুদক পরিচালক প্রনব বলেন, সরকারি চাকরিতে বহাল থেকে ডা. সাবরিনা তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোন রোগীদের নমুনা সংগ্রহ করে ১৫ হাজার ৪৬০টি ভুয়া মেডিকেল রিপোর্ট প্রস্তত ও সরবরাহ করেছেন।
এর মাধ্যমে সাবরিনা আট কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
সাবরিনা এখন পুলিশ রিমান্ডে রয়েছেন।
কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবের পর নমুনা সংগ্রহের জন্য জেকেজিকে অনুমোদন দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত মাসে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে তারা নমুনা পরীক্ষা না করেই ভুয়া সনদ দিচ্ছিল। এরপর আরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
-
সিলেটের বন্যার ক্ষতি নিজের জীবদ্দশায় পূরণ না হওয়ার শঙ্কা পরিকল্পনামন্ত্রীর
-
ঢাকায় কলেরার টিকা পেল ২৩ লাখের বেশি মানুষ
-
সব বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগ ডে’ বন্ধের নির্দেশনা ইউজিসির
-
ই-অরেঞ্জের প্রতারণা: সোহেল রানার বিরুদ্ধে মামলা করবে দুদক
-
জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নিরাপত্তা নয়: রাষ্ট্রপতি
-
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নীতিমালা তৈরির সুপারিশ
-
দুই আসামি হজে, একজনের কোভিড: শুরুতেই পেছাল স্বাস্থ্যের আজাদের মামলার সাক্ষ্য
-
বন্যায় বসতঘর পরিণত বীজতলায়, বছরের খোরাকি হাঁসের আধার
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
-
হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
-
সিলেটের বন্যার ক্ষতি নিজের জীবদ্দশায় পূরণ না হওয়ার শঙ্কা পরিকল্পনামন্ত্রীর
-
ঢাকায় কলেরার টিকা পেল ২৩ লাখের বেশি মানুষ
-
সব বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগ ডে’ বন্ধের নির্দেশনা ইউজিসির
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ