ময়ূর-২ লঞ্চের সুকানি নাসির মৃধা গ্রেপ্তার

ঢাকার বুড়িগঙ্গায় এমএল মর্নিং বার্ড ডুবিতে প্রাণহানির মামলায় ময়ূর-২ লঞ্চের সুকানি নাসির মৃধাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 04:47 PM
Updated : 15 July 2020, 04:47 PM

বুধবার ভোরে মোংলার পশুর নদীতে এমভি রাজীব-২ লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

লঞ্চডুবির ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যে মামলা করেছে, নাসির মৃধা তার ৬ নম্বর আসামি।

ময়ূর-২ লঞ্চের ইঞ্জিন চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেনকেও বুধবার সকালে ঢাকার সূত্রাপুর থেকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ।

পরে তাদের ঢাকার হাকিম আদালতে হাজির করা হলে বিচারক চার দিন করে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

শিপন ও শাকিলের আগে গ্রেপ্তার হয়েছেন ময়ূর লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার ও সুপারভাইজার আব্দুস সালাম।

গত ২৯ জুন ঢাকা সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চ ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়।

ওই ঘটনায় নৌ-পুলিশে এসআই শামছুল আলম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। প্রাণহানির ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৩৩৭ ও ৩৪ ধারায় অবহেলাজনিত মৃত্যুসহ কয়েকটি অভিযোগ আনা হয় সেখানে।

মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিসহ মোট ছয়জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও র‌্যাব। এজাহারের আসামিদের মধ্যে ময়ূর-২ লঞ্চের মাস্টার জাকির ও গ্রিজার হৃদয় এখনও পলাতক।