নুরুল ইসলাম বাবুল বনানীতে সমাহিত

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 08:03 PM
Updated : 14 July 2020, 08:03 PM

মঙ্গলবার বেলা আড়াইটায় তার দাফন সম্পন্ন হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন যমুনা গ্রুপের পরিচালক মো. আলমগীর আলম।

তিনি বলেন, “যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে বাদ জোহর স্বাস্থ্য বিধি মেনে জানাজা হয়। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা হিসেবে মরহুম নুরুল ইসলাম বাবুলকে গার্ড অব অনার দেয়।”

জানাজায় যমুনা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ বহু মানুষ অংশ নেন।

জানাজার আগে বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া চান বাবুলের ছেলে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। জানাজায় অংশ নেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার মারা যান নুরুল ইসলাম বাবুল।

দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন তিনি।

১৯৪৬ সালে জন্ম নেওয়া নুরুল ইসলাম বাবুল ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। একে একে শিল্প ও সেবা খাতে গড়ে তোলেন তিন ডজন কোম্পানি। বর্তমানে ৫০ হাজারের বেশি মানুষ কাজ করছে এই গ্রুপে।

তার স্ত্রী সালমা ইসলাম একজন সংসদ সদস্য।