মন্ত্রিসভার প্রথম ভার্চুয়াল বৈঠক

করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রথমবারের মতো ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 10:36 AM
Updated : 13 July 2020, 11:27 AM

সোমবার সকাল ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (মন্ত্রিসভা অধিশাখা) মো. রাহাত আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মুখ্য সচিব আহমেদ কায়কাউস।

সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে সাতজন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব এবং আরও সাতজন সচিব মন্ত্রিসভা বৈঠকে যুক্ত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, এই প্রথমবারের মতো ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক হল।

একজন কর্মকর্তা জানান, সচিবালয় থেকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ভিডিও কনফারেন্সের মধ্যমে মন্ত্রিসভা বৈঠকে যুক্ত ছিলেন।

এসব মন্ত্রণালয়ের সচিবরাও সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন।

করোনাভারাসের সংক্রমণের মধ্যে গত ৮ জুন জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক হয়। ১১ জুন বাজেট অনুমোদনের সংসদে বিশেষ বৈঠকে বসেছিল মন্ত্রিসভা।

কোভিড-১৯ সংক্রমণের পর প্রতি সোমবার নিয়মিতভাবে আর মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না।