বগুড়া-যশোরের নির্বাচনী এলাকায় ১৪ জুলাই ছুটি

যশোর ও বগুড়ার দুই আসনে উপ-নির্বাচনের দিন এসব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 04:48 PM
Updated : 12 July 2020, 04:48 PM

নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক বগুড়া-১ ও যশোর-৬ আসনের নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন ১৪ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তাতে বলা হয়েছে, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ছুটি ঘোষণা করা হল।

১৮ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন ফাঁকা হয়।

সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনাভাইরাস মহামারী ও বন্যা পরিস্থিতির মধ্যেও ওই দুটি আসনে উপনির্বাচন হতে যাচ্ছে।