বিদেশ যেতে লাগবে ‘করোনাভাইরাসমুক্ত’ সনদ

বিদেশ যেতে সব বাংলাদেশির জন্য সরকার অনুমোদিত পরীক্ষাকেন্দ্র থেকে ‘করোনাভাইরাসমুক্ত’ সনদ নেওয়া বাধ্যতামূলক করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 01:57 PM
Updated : 12 July 2020, 01:57 PM

রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “সরকার অনুমোদিত পরীক্ষাকেন্দ্র থেকে করোনাভাইরাস পরীক্ষা করে এ সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।”

ইমিগ্রেশন কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধার্থে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়ার সুপারিশ করা হয় ওই সভা থেকে।

একইসঙ্গে কর্মসংস্থানে বিদেশেগামীদের করোনাভাইরাস পরীক্ষার সুবিধার জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি নিবেদিত করোনাভাইরাস পরীক্ষাকেন্দ্র স্থাপনের সিদ্ধান্তও হয় ওই সভায়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুহিবুল হক, প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মুনিরুছ সালেহীন ওই বিশেষ সভায় যোগ দেন।