বনানী-মহাখালীতে ১২ ঘণ্টা গ্যাস বন্ধ

গ্যাস লাইন সংস্কারকাজ শেষ না হওয়ায় ছয় দিনের মাথায় ১২ ঘণ্টার জন্য আবারও বনানী থেকে মহাখালী পর্যন্ত এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2020, 06:54 AM
Updated : 12 July 2020, 06:54 AM

রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফাইল ছবি

এর ফলে শহীদ তাজউদ্দিন এভিনিউ, বনানী, মহাখালী ডিওএইচএস, ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা ও সংযুক্ত আশেপাশের এলাকার সব আবাসিক, বাণিজ্যিক, সিএনজি ও শিল্প গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন।

তিতাসের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৭ জুলায় এই লাইনের গ্যাস বন্ধ করে একটি ২৪ ইঞ্চি লাইনে ‘টাই-ইন’ কাজ করার চেষ্টা করা হয়েছিল।

“কিন্তু সেদিন কাজ সম্পন্ন না হওয়ায় আজ আবার চেষ্টা করা হচ্ছে। গত ৭ জুলাই থেকে আরও বেশি সময় নিয়ে আজকে সংস্কার করা লাইনটির যথার্থতা যাচাই করা হচ্ছে।”