সাহেদের পেছনে ‍দুদকও নামছে

র‌্যাবের অভিযানের পর লাপাত্তা রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের দুর্নীতির অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 12:08 PM
Updated : 9 July 2020, 12:08 PM

দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।

তিনি বলেন, “হাসপাতালটির (রিজেন্ট) বিভিন্ন অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশিত হচ্ছে। এসব আমরা দেখছি।

“এ বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। চিকিৎসা দেওয়ার নাম করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে হাসপাতালটির মালিকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের যে সকল অভিযোগ আসছে, তার ভিত্তিতে আমরা অচিরেই অনুসন্ধান শুরু করব।”

করোনাভাইরাসের পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়া, সরকারের কাছে বিল দেওয়ার পর আবার রোগীর কাছ থেকেও অর্থ নেওয়াসহ রিজেন্ট হাসপাতালে নানা অনিয়মের খবর সম্প্রতি প্রকাশ্য হয়েছে র‌্যাবের এক অভিযানের মধ্য দিয়ে।

রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের ও প্রতারণার অভিযোগে মামলাও করেছে র‌্যাব। তবে মূল আসামি সাহেদকে এখনও গ্রেপ্তার করা যায়নি।