সাংবাদিক রাশীদ উন নবী বাবুর জীবনাবসান

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন সাংবাদিক রাশীদ উন নবী বাবু।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 04:38 PM
Updated : 8 July 2020, 05:44 PM

ঢাকার পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু ঘটেছে বলে তার মেয়ে ফারাহ আনিকা অনন্যা জানিয়েছেন।

বাবুর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

২০১৯ সালে অগ্নাশয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বাবুকে ভারতের ভেলোরে সিএমসি এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছিল।

রাশীদ উন নবী বাবুর জন্ম ১৯৫৬ সালের ১২ মার্চ বগুড়ায়। স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৭৪ সালে বগুড়ার দৈনিক বাংলাদেশ পত্রিকায় দিয়ে তার সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু।

চার দশকের বেশি সময়ে সাংবাদিকতায় থাকা বাবু আজকের কাগজ, দৈনিক বাংলা. ইত্তেফাক, সমকাল, যুগান্তর, আমার দেশ, ইনকিলাব, বাংলার বাণী, দেশ বাংলায় কাজ করেছেন।

বিভিন্ন দৈনিকে বার্তা সম্পাদক, নির্বাহী সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও কয়েকটি ‘মিডিয়া হাউজ’ গঠনেও ভূমিকা ছিল তার।

দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিন পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বাবু বেসরকারি টেলিভিশন এনটিভি ও চ্যানেল ওয়ানে বার্তা বিভাগের শীর্ষ পদেও কাজ করেছেন।

বাবুর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের রুহুল আমিন গাজী, এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন শোক জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন।