পুরান ঢাকায় নকল পণ্যের কারবারির জেল-জরিমানা

প্যারাসুট, কুমারিকা, ডাবর ভাটিকা আমলাসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের প্রায় কোটি টাকা মূল্যের নকল প্রসাধনী জব্দ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 03:22 PM
Updated : 8 July 2020, 03:23 PM

বুধবার পুরান ঢাকার বংশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জালিয়াতি ধরা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিএসটিআই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চলে।

অনুমোদন ছাড়া বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করে নকল প্রসাধনী বিক্রি করায় মামুন মিয়া নামের এক ব্যবসায়ীর কারখানায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

কারখানার মালিক মামুন মিয়াকে (৩০) গ্রেপ্তার করে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইর ফিল্ড অফিসার রাশেদ আল মামুন বাদী হয়ে এ বিষয়ে মামলা করেন।

অভিযানে এক ট্রাক নকল প্রসাধনী জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলিফুল, ডাবর ভাটিকা আমলা, কুমারিকা হেয়ার অয়েল। এছাড়াও প্রসাধনী তৈরির কাঁচামাল, লেবেল, বিপুল সংখ্যক খালি বোতল, রঙ ও সুগন্ধিও জব্দ করা হয়েছে।

বাংলাদেশে প্যারাসুট তেলের বিপণনে রয়েছে ম্যারিকো বাংলাদেশ। তবে নকল পণ্য উদ্ধারের বিষয়ে কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এবিষয়ে কথা বলতে রাজি হননি।