কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন রানা দাশগুপ্ত ও তার স্ত্রী

চিকিৎসায় করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2020, 10:22 AM
Updated : 7 July 2020, 10:44 AM

রানা দাশগুপ্তর সহযোগী আইনজীবী দীপঙ্কর ঘোষ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন, রানা দাশগুপ্ত ও তার স্ত্রী রীতা দাশগুপ্ত গত ২ জুলাই ঢাকার গুলশানের শিকদার উইমেন্স মেডিকেল কলেজ থেকে চট্টগ্রামের বাড়িতে ফিরেছেন।

তবে এখনও শরীরিক দুর্বলতা থাকা তারা বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানান দীঙ্কর।

জ্বর, গলাব্যথা নিয়ে গত ১৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ের মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছিলেন রানা দাশগুপ্ত ও তার স্ত্রী ।পরে নমুনা পরীক্ষায় দুজনরেই করোনাভাইরাস পজিটিভ ফল আসে।

এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের ঢাকার গুলশানের ওই হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্রামে থাকায় রানা দাশগুপ্তের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যায়নি।