সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রবীণ সাংবাদিক ও প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকারপ্রধান শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2020, 05:44 AM
Updated : 3 July 2020, 06:30 AM
তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন একসময়।

শুক্রবার সকালে ঢাকার এলিফ্যান্ট রোডের বাসায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭১ বছর।

দীর্ঘ কর্মজীবনে বাংলার বাণী, বাসস, ইউএনবি, অবজারভারসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন ফারুক কাজী। তিনি স্ত্রী ও এক মেয়েকে রেখে গেছেন।

শুক্রবার জুমার পর কাঁটাবন জামে মসজিদে জানাজা শেষে মিরপুরে তাকে দাফন করা হবে।