আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি খুরশিদ করোনাভাইরাসে আক্রান্ত

আগরতলা ষড়যন্ত্র মামলার ১৮ নম্বর আসামি এ জি মুহাম্মদ খুরশিদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2020, 06:22 PM
Updated : 3 July 2020, 07:35 AM

তিনি এখন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে রয়েছেন তার ছোট ছেলে সাব্বির আহমেদ বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সাব্বির বলেন, “গত সপ্তাহের সোমবার থেকে আব্বার শরীর খারাপ হতে শুরু করে। বৃহস্পতিবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করাই।

“সেখানে দুদিন থাকার পর চিকিৎসকরা নমুনা পরীক্ষার পর গত শনিবার জানান, আব্বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে তার উন্নত চিকিৎসার জন্য রোববার রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করানো হয়।”

সাব্বির বলেন, “আজকে (বুধবার) তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকাল ৫টার দিকে তাকে আইসিইউতে নিয়ে যান চিকিৎসকরা।”

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে ৮৩ বছর বয়সী খুরশিদ আলম বাতের ব্যথায় ভুগছিলেন।

ছেলে সাব্বির জানান, পাকিস্তান আমলে আগরতলা ষড়যন্ত্র মামলার সময় তার বাবা নৌবাহিনীর ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন।

মুক্তিযুদ্ধের পর সামরিক বাহিনীর চাকরি ছেড়ে পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করেছিলেন খুরশিদ।