করোনাভাইরাস পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্পিকার

সরকারের ‘সঠিক পদক্ষেপের’ কারণে দেশে করোনাভাইরাস পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2020, 05:51 PM
Updated : 1 July 2020, 06:22 PM

বুধবার বাংলাদেশে নিযুক্ত নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন দেখা করতে গেলে স্পিকার এ কথা বলেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিরীন শারমিনকে ‍উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “নরওয়ের তুলনায় ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্বেও সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণের কারণে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

বাংলাদেশকে করোনাভাইরাস মহামারী মোকাবেলায় নরওয়ের ‘সার্বক্ষণিক সহযোগিতার’ আশ্বাস দেন বিদায়ী দূত ব্লেকেন।

সাক্ষাতে তারা বর্তমান সরকারের সাফল্য, করোনাভাইরাস মহামারী মোকাবেলায় গৃহীত বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ, দু’দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণজনিত সংকটকালীন সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সার্বিক সুরক্ষা ও জীবন-জীবিকা নির্বাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সব কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করেছেন নরওয়ের রাষ্ট্রদূত তার প্রশংসা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।