সৌদি আরবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের একজন সৌদি আরব প্রবাসী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে স্বজনরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2020, 11:55 AM
Updated : 27 June 2020, 11:55 AM

মাহবুবুর হক সরকার (৩৪) স্থানীয় সময় শুক্রবার রাত আড়াইটায় সৌদি আরবের রিয়াদে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা যান বলে তার মামা সাংবাদিক গোলাম সামদানী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ভাগিনা গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। তখন থেকেই সে বাসায় চিকিৎসা নিচ্ছিল। পাশাপাশি ওর কাশিও ছিল। হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দেয়। দুই দিন আগে স্থানীয় একটি হাসপাতাল থেকে লোকজন বাসায় এসে তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়ে যায়। ওই রিপোর্ট পাওয়ার আগে গত রাতে সে মারা যায়।"

তিনি জানান, মাহবুবুর হক গত ১৪ বছর ধরে সৌদি আরবের রিয়াদে ছিলেন। তিনি সেখানে কেএফসিতে চাকরি করতেন।

বিজয়নগর উপজেলার মুকুন্দপুরের অলিপুর গ্রামের মৃত মমিনুল হক সরকারের ছেলে মাহবুবুর। গ্রামের বাড়িতে তার স্ত্রী ও দুই শিশু ছেলে রয়েছে।