কোভিড-১৯: বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন আক্রান্ত

বাংলাদেশের চিকিৎসা পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি সাবেক সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 08:33 AM
Updated : 26 June 2020, 07:02 PM

সোমবার নমুনা পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের প্রধান, অধ্যাপক মজিবুর রহমান জানান, নতুন ভবনের একটি কেবিন চিকিৎসাধীন আছেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

“করোনাভাইরাস পজিটিভ আসায় উনি ভর্তি হয়েছেন। উনার জ্বর ও কাশি আছে।”

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরীও ফেইসবুকে তাদের সভাপতির কোভিড-১৯ আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি, রাইটস অ্যান্ড সেপনসিবিলিটিসের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, “জালাল ভাইয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, অক্সিজেন স্যাচুরেশন ৯৮ শতাংশ। আমরা তার আশু সুস্থতা কামনা করছি।”

মোস্তফা জালাল মহিউদ্দিন ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা- ৭ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি আওয়ালী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।