প্রয়োজনে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

দেশে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকলে তা মোকাবেলায় আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার ভাবনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 10:44 AM
Updated : 22 June 2020, 12:20 PM

সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা প্রতিনিধি দলকে বিদায় জানানোর সময় স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, “করোনাভাইরাসে আক্রান্তের হার এভাবে বৃদ্ধি পেতে থাকলে আরও দুই হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হবে। পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কাজও বর্তমানে চলমান রয়েছে। পরিস্থিতি আগামীতে যে রকম হবে সরকার সেভাবেই বুঝেশুনে পদক্ষেপ নেবে।”

করোনাভাইরাস মোকাবেলায় সহায়তার অংশ হিসাবে বাংলাদেশে দুই সপ্তাহের সফর শেষে চীনের বিশেষজ্ঞ দল সোমবার দেশে ফেরার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দেশে করোনাভাইরাস সঙ্কট শুরুর পর জরুরি পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে ২ হাজার চিকিৎসক এবং ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগেরও অনুমোদন দেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বর শেষে চীনের উহান শহরে প্রথম দেখা দেওয়ার কয়েক মাসের মাথায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে নতুন করোনাভাইরাস।

কঠোর লকডাউনের মাধ্যমে চীন ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পারলেও বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়ার পর বাংলাদেশে আক্রান্তের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে।

সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে, তাদের মধ্যে ১ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস মোকাবেলায় সহায়তার অংশ হিসাবে বাংলাদেশে দুই সপ্তাহের সফর শেষে চীনের বিশেষজ্ঞ দলের ঢাকা ছাড়ার আগে সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় বাংলাদেশকে পরামর্শ দিতে গত ৮ জুন ঢাকায় আসে ১০ সদস্যের চীনা প্রতিনিধি দল। সোমবার তারা দেশে ফিরে গেলেন।

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে নিজেদের হতাশা প্রকাশ করেন চীনা বিশেষজ্ঞরা।

তাদের পর্যবেক্ষণ তুলে ধরে ঢাকায় চীন দূতাবাসের মিশন উপ-প্রধান হুয়ালং ইয়ান বলেন, “এদেশে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার খুবই অভাব। এটা দেখে চীনা চিকিৎসকদের বিশেষজ্ঞ দল ভীষণ হতাশ।”

অবশ্য স্বাস্থ্যমন্ত্রী সোমবার বলেন, কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশের কাজে চীনা দল ‘সন্তুষ্ট’ হয়েছে।

“তবে আরও কিছু জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে বলেও প্রতিনিধি দল সরকারকে জানিয়েছেন। আমরাও সামনের দিনগুলোতে চিহ্নিত জায়গাগুলো নিয়ে আরও কাজ করব।”

করোনাভাইরাস মোকাবেলায় সহায়তার অংশ হিসাবে বাংলাদেশে দুই সপ্তাহের সফর শেষে চীনের বিশেষজ্ঞ দল সোমবার দেশে ফেরার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের সব দেশেই করোনাভাইরাস পরীক্ষা কিটের চাহিদা বেশি বলে প্রয়োজনীয় কিট পাওয়া যাচ্ছে না। তবে বাংলাদেশে কিটের যে মজুদ আছে তাতে ‘ঘাটতি হবে না’ বলে তিনি আশা করছেন।

“কোনো কারণে সঙ্কট তৈরি হলেও তা খুব দ্রুত মেটানোর ব্যাবস্থা সরকার নিয়েছে। কাজেই কিট নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চীন করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে কাজ করে যাচ্ছে।তাদের কাজে অগ্রগতিও অনেক। এই ভ্যাকসিন আবিষ্কার হলে অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে বাংলাদেশকে পাঠাবে বলে চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।”

অন্যদের মধ্যে চীনের রাষ্ট্রদূত লি জিমিং, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।