করোনাভাইরাস: রানা দাশগুপ্ত ও তার স্ত্রী আক্রান্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও তার স্ত্রী রীতা দাশগুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2020, 06:29 AM
Updated : 18 June 2020, 10:06 AM

বৃহস্পতিবার তারা চট্টগ্রামের জিইসি মেডিকেল সেন্টারে ভার্তি হচ্ছেন বলে জানিয়েছেন রানা দাশগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কয়েকদিন থেকে জ্বর চলছিল। গলা ব্যথাও ছিল। প্রথমে ভেবেছিলাম সাধারণ ফ্লু।

“পরে পরশু কোভিড টেস্টের জন্য নিয়ে গেল। গতকাল রাত ১২টার দিকে জানতে পারি আমি এবং আমার স্ত্রী দুজনেরই করোনাভাইরাস পজিটিভ।”

শারীরিকভাবে কিছুটা দুর্বল জানিয়ে সবার কাছে আশীর্বাদ চেয়েছেন ৬৮ বছর বয়সী এই আইনজীবী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম জানান, ষাটের দশকে আইয়ুববিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন রানা দাশগুপ্ত। মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউন্সিট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন। স্বাধীনতা উত্তর ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র চট্টগ্রামের নেতা ছিলেন তিনি।
 
রানা দাশগুপ্ত বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রামের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রেইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত শীর্ষ যুদ্ধাপরাধীদের প্রায় সবকটি মামলায় প্রসিকিউশন টিমে ছিলেন । বিশেষ করে দণ্ডিত যুদ্ধাপরাধী সাকা চৌধুরী, সৈয়দ কায়সার, আব্দুস সোবহানের মামলার প্রসিকিউট ছিলেন তিনি।