গণস্বাস্থ্যের র‌্যাপিড কিটের মূল্যায়ন প্রতিবেদন জমা

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণের কিটের কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন জমা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পারফরমেন্স কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 07:29 AM
Updated : 17 June 2020, 07:29 AM

ওই ‘র‌্যাপিড’ কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য গঠিত এই কমিটির প্রধান অধ্যাপক শাহিনা তাবাসসুম বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার কাছে প্রতিবেদন জমা দেন।

অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, প্রতিবেদন তিনি হাতে পেয়েছেন। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমকে জানাবেন। 

ঔষধ প্রশাসন অধিদপ্তর গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে তাদের উদ্ভাবিত ‘র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউ অথবা আইসিডিডিআরবিতে নমুনা জমা দেওয়ার অনুমতি দেয়।

এরপর গণস্বাস্থ্য কেন্দ্র ২ মে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য ৬ সদস্যের কমিটি করে এবং ১৩ মে তাদের উদ্ভাবিত ২০০ কিট বিএসএমএমইউতে জমা দেয়।