সাংবাদিক নান্নুর মৃত্যু তদন্তে পুলিশের কমিটি

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশ একটি কমিটি গঠন করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2020, 06:34 PM
Updated : 15 June 2020, 06:45 PM

দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ঢাকার আফতাবনগরে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হওয়ার দুদিন পর শনিবার মারা যান।

ছয় মাস আগে একই ভবনে নান্নুর তরুণ ছেলেরও অগ্নিকাণ্ডে মৃত্যু হওয়ায় সাংবাদিক মহল থেকে এই ঘটনার তদন্তের দাবি উঠেছে।

নান্নুর মৃত্যুর পর একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে তা তদন্ত করে দেখার কথা জানিয়েছিল পুলিশ।

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে ডিএমপির বাড্ডা জোনের অতিরিক্ত উপ-কমিশনার মমতাজুল এহসান হুমায়নকে। কমিটিতে সদস্য থাকছেন বাড্ডা জোনের সহকারী কমিশনার এলিন চৌধুরী ও বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম।

উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ওসি বলেন, সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কয়েকজনের সাক্ষ্যও নেওয়া হয়েছে বলে জানান পারভেজ।

এদিকে নান্নুকে তার গ্রামের বাড়ি যশোরে নিয়ে সন্তান স্বপ্নিলের পাশে দাফন করা হয়েছে।