ফের প্লাজমা নিলেন জাফরুল্লাহ চৌধুরী

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীকে আবারও প্লাজমা দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 12:36 PM
Updated : 6 June 2020, 12:36 PM

শনিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক বিগ্রেডিয়ার জেনারেল মামুন মুস্তাফির বরাত দিয়ে জনসংযোগ বিভাগের কর্মকর্তারা একথা জানিয়েছে।

আক্রান্ত হওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি নিলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা শুক্রবারের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছে জনসংযেগি বিভাগ।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগতে থাকা জাফরুল্লাহ ডায়ালাইসিসও হয়েছে শুক্রবার।

গত ২৫ মে ৭৯ বয়েসী জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনদিন ধানমন্ডির বাসায় আইসোলেশনে থাকার পর ধানমন্ডির নগর হাসপাতালে ভর্তি হন তিনি।

করোনায় আক্রান্ত হওয়ার পরেরদিনই প্রথম প্লাজামা থেরাপি নেন ডা. জাফরুল্লাহ। এরপর ২৮ মে দ্বিতীয় দফায় প্লাজমা নেন তিনি।

শুক্রবার তার শারীরিক অবস্থার অভনতির খবর দেওয়া হয় গণস্বাস্থ্য নগর হাসপাতালের ফেইসবুক পেইজে এক পোস্টে।

জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন পারভিন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরীও করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন। তাদের অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।