চিকিৎসক এন আই খানের জীবনাবসান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল ইসলাম খান (এন আই খান) আর নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 06:20 PM
Updated : 6 June 2020, 03:51 AM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

ডা. এন আই খান বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানিয়েছেন।

তিনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন আগে ডা. এন আই খানকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

“সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্যারকে আমাদের মেডিসিন বিভাগের কেবিনে ভর্তি করা হয়। এখানেই তিনি মারা যান। আমরা গতকালই তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছি। স্যার খুবই অভিজ্ঞ ও দক্ষ মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন।”

অধ্যাপক ডা. এন আই খান সিটি ডেন্টাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও মেডিসিনের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।