কোভিড-১৯: আক্রান্ত সরকারি কর্মচারীদের সহযোগিতায় নিয়ন্ত্রণ কক্ষ

ঢাকায় ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা ও চিকিৎসা সহযোগিতায় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 04:24 PM
Updated : 4 June 2020, 04:24 PM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা ও চিকিৎসা সহযোগিতা দিতে চারজন চিকিৎসক ও কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

হাসপাতালটিতে সংযুক্ত জনপ্রশাসনের উপসচিব মো. দিদারুল ইসলামকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সহযোগিতার জন্য হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট নাজনীন জামান, মেডিকেল অফিসার হাসিবুল ইসলাম ও ফারহানা সুলতানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিশেষ প্রয়োজনে হাসপাতালের পরিচালক ও অতিরিক্ত সচিব মুহ. মাহবুবর রহমানের সঙ্গে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া সহযোগিতা চেয়ে নিয়ন্ত্রণ কক্ষে (ফোন- ০১৪০৪৪৩০৮১০, ই-মেইল: skhcovid19contro@gmail.com) যোগাযোগ করতে পারবেন সহকারী কর্মকর্তা-কর্মচারীরা।