চীন থেকে চিকিৎসা সহায়ক সামগ্রী আনল বিমান বাহিনী

একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে চীন থেকে চিকিৎসা সহায়ক সামগ্রী এনেছে বাংলাদেশ বিমান বাহিনী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 02:13 PM
Updated : 4 June 2020, 02:13 PM

বৃহ্স্পতিবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, পিপলস লিবারেশন আর্মি অব চায়নার দেওয়া বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী বুধবার দেশে আনা হয়েছে।

এর মধ্যে রয়েছে, ডিসপোজেবল মেডিকেল মাস্ক, সার্জিক্যাল মাস্ক, কেএন৯৫ মাস্ক, মেডিকেল প্রটেক্টিভ গগলস, ডিসপোজেবল মেডিকেল প্রটেক্টিভ ফেইস শিল্ড, ডিসপোজেবল মেডিকেল প্রটেক্টিভ স্যুট, ডিসপোজেবল মেডিকেল আইসোলেশন গাউন, ডিসপোজেবল মেডিকেল বুট কভার, ডিসপোজেবল মেডিকেল গ্লাভস, ইনফিউশন পাম্প, ব্যাকপ্যাক ডিসইনফ্যাকট্যান্ট স্প্রেয়ার, হ্যান্ড-হেল্ড আইআর থার্মোমিটার এবং থার্মাল ইমেজিং টেম্পারেচার পরিমাপক হেলমেটসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী।

বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু এই ফ্লাইট পরিচালনায় যুক্ত ছিলেন। নেতৃত্বে ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনা অনুযায়ী তারা মিশন শেষ করে দেশে ফেরেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ১৯ এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস সনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে আনা হয়েছিল।