কোভিড-১৯: পুলিশে মৃতের সংখ্যা বেড়ে ১৭, একদিনে শনাক্ত ৩২৪ জন

করোনাভাইরাসে পুলিশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে; আর বাহিনীতে কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজারের কাছাকাছি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 01:42 PM
Updated : 4 June 2020, 01:51 PM

বৃস্পতিবার পুলিশ সদর দপ্তর জানায় চট্টগ্রাম মহানগর পুলিশের কনস্টেবল মামুন উদ্দিনের (২৭) মৃত্যুতে করোনাভাইরাসে এই বাহিনীতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জন হয়েছে।

‍পুলিশের ব্যবস্থাপনায় ফেনীর পশুরামের কালিকাপুরে মামুন উদ্দিনের দাফন হয়েছে। মামুনের এক কন্যা সন্তান রয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের আরও ৩২৪ জন সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, ৩ জুন পুলিশে মোট শণাক্ত রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৫০৭ জন; বৃহস্পতিবার তা বেড়ে ৫ হাজার ৮৩১ জন হয়েছে।

এদের মধ্যে ঢাকা মহানগরে রোগী এক হাজার ৭৭৭ জন। বুধবার ঢাকা মহানগরে এই সংখ্যা ছিল এক হাজার ৭২৮ জন। অর্থাৎ ঢাকা মহানগরে একদিনে ৪৯ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস শণাক্ত হয়েছে।

এই বাহিনীর দুই হাজার ১২২ জন সদস্য এই পর্যন্ত সুস্থ হয়েছেন।