কোভিড-১৯: জনপ্রশাসন মন্ত্রণালয়ে কুইক রেসপন্স টিম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের সহায়তায় একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 02:08 PM
Updated : 3 June 2020, 02:08 PM

মন্ত্রণালয়ের একজন উপসচিবকে প্রধান করে বুধবার পাঁচ সদস্যের এই টিম গঠন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার উপসচিব মো. নুরুল হকের নেতৃত্বে টিমে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. খোকন মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্বাছ উদ্দিন এবং অফিস সহায়ক মো. বেলাল হোসেনকে রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে এই টিম তার এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন।

প্রয়োজনে আক্রান্তদের চাহিদার ভিত্তিতে এই টিম খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য বিষয়েও সার্বিক সহযোগিতা দেবে।

এছাড়া আক্রান্তদের তথ্য সংগ্রহ করে এই টিমকে তা প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্ম-সচিবের কাছে দিতে বলা হয়েছে।