করোনাভাইরাসে প্রথম রাজস্ব কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ এ আক্রান্ত এক রাজস্ব কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 07:58 AM
Updated : 3 June 2020, 08:51 AM

জসীম উদ্দিন মজুমদার নামের এই কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমস হাউসের সুপারিন্টেনডেন্ট ছিলেন।

এই প্রথম জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনো কর্মকর্তা কোভিড-১৯ এ মারা গেলেন বলে জানিয়েছেন বোর্ডের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন।

৫৫ বছর বয়সী জসীম উদ্দিন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্ত্রী এবং ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানান মু’মেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ২টা ৫ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তা মারা যান। সম্প্রতি এই হাসপাতালে চিকিৎসার জন্য তিনি ভর্তি হয়েছিলেন তিনি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত এনবিআরের বিভিন্ন স্তরের ৩৮ জন কর্মকর্তা করনোভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জসীম উদ্দিন মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন জসীম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।