কোভিড-১৯: সুস্থ হয়েছেন ২০৫৯ পুলিশ

নতুন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ এ আক্রান্ত পাঁচ হাজার ছাড়ালেও এই পর্যন্ত দুই হাজার ৫৯ জন পুলিশ সদস্য সুস্থ্ হয়ে উঠেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 12:54 PM
Updated : 2 June 2020, 12:54 PM

সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় তারা সুস্থ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৬ জন সদস্য মারা গেছেন।

সম্মুখযোদ্ধা হিসেবে করোনাভাইরাস বিস্তার রোধে কাজ করতে গিয়ে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি ৫ হাজার ৩৩৩ জন আক্রান্ত হয়েছেন পুলিশ বাহিনীতে।

আক্রান্তদের মধ্যে ১৭০৬ জন ঢাকা মহানগরের পুলিশের সদস্য।

সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ।

এরই ফলশ্রুতিতে পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুত বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে সংক্রমণের সংখ্যা।