চীন-ভারত উত্তেজনায় শান্তি পরিষদের উদ্বেগ

পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চীনের মধ্যকার চলমান সামরিক উত্তেজনায় বাংলাদেশ শান্তি পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 07:21 PM
Updated : 1 June 2020, 07:21 PM

শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক শাহজাহান খান সোমবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, গত ২৫ দিন ধরে লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত-চীন সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে পূর্ব লাদাখের দুই প্রান্তে ভারী যুদ্ধসামগ্রী, অস্ত্র, আর্টিলারি গান এবং কমব্যাট ভেহিকল মজুত রাখার কাজ শুরু করেছে দুই দেশ।

“বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দুই দেশ ভারত ও চীনের মধ্যে এরকম সম্পর্কের অবনতি ও সামরিক উত্তেজনা বাংলাদেশসহ এ অঞ্চলের সকল শান্তিপ্রিয় নাগরিকের জন্য উৎকণ্ঠার বিষয়। একইসঙ্গে এধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী শক্তি এ অঞ্চলে দীর্ঘস্থায়ী সঙ্কট জন্ম দিতে পারে।”

এর ফলে বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে বলে শান্তি পরিষদের আশঙ্কা।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে বিশ্বের দেশগুলোর পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্ব যখন সবচেয়ে বেশি দরকার, তখন এ ধরনের সামরিক উত্তেজনা এড়াতে কূটনৈতিক উপায়ে এ সঙ্কট সমাধানের জন্য ভারত-চীনের প্রতি আহ্বান জানিয়েছে শান্তি পরিষদ।