পরিবহন শ্রমিকদের সুরক্ষা সামগ্রী দেওয়ার দাবি

করোনাভাইরাসের বিস্তারের মধ্যে গণপরিবহন খুলে দেওয়ার পরিবহন শ্রমিকদের সুরক্ষা সামগ্রী দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 03:25 PM
Updated : 1 June 2020, 03:25 PM

দুই মাস পর বাস চলাচল শুরুর দিন সোমবার বিএনপির এই নেতা এক বিবৃতিতে এটিসহ ছয়টি দাবি জানান।

দাবির মধ্যে রয়েছে - পরিবহন শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা সামগ্রী সরবরাহ করা, কোনো শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা সরকারকে নেওয়া, করোনাভাইরাসে কোনো শ্রমিকের মৃত্যু হলে তার ক্ষতিপুরণ দেওয়া।

এছাড়া প্রতিটি বাস টার্মিনালের প্রবেশ পথে জীবাণুনাশক বক্স স্থাপন, টার্মিনালে যাত্র্রী ও শ্রমিক উপযুক্ত নিরাপত্তা বিধান এবং পরিবহন শ্রমিকদের ১০ টাকা দরে চাল সরবারহের দাবিও জানান শিমুল বিশ্বাস।