ভারত থেকে ফিরেছেন আরো ৩৯ জন

কোভিড-১৯ সংক্রমণের মধ্যে ভারতে আটকে পড়া আরও ৩৯ জন বাংলাদেশি ঢাকা ফিরেছেন। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 12:49 PM
Updated : 31 May 2020, 12:49 PM

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার বিকাল  ৫টা ১৮ মিনিটে তাদের এক বিশেষ ফ্লাইটে কলকাতা থেকে ৩৯ জন বাংলাদেশি ঢাকা আসেন। 

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিনদেশে আটকা পড়েন।

এরই মধ্যে লন্ডন, সৌদি আরব,ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন। 

ভারত থেকে কয়েক ধাপে ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক হাজারেরও বেশি বাংলাদেশি দেশে ফেরেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটেও এসেছেন কয়েকশ বাংলাদেশি।

বাংলাদেশের সঙ্গে এখন ভারতসহ বিভিন্ন দেশের নিয়মিত যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। শুধু চীনের সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচল করছে।