কোভিড-১৯ রোগের লক্ষণ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে ঢাকায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 11:27 AM
Updated : 31 May 2020, 11:27 AM

মো. মনিরুজ্জামান (৪৫) নামে ডাচ-বাংলা ব্যাংকের এই কর্মকর্তা জ্বরে ভুগছিলেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

ডাচ-বাংলা ব্যাংকের পুরান ঢাকার ইমামগঞ্জের শাখার প্রধান ক্যাশ অফিসার মনিরুজ্জামান থাকতে নারায়ণগঞ্জে। দেশে ঢাকার পর নারায়ণগঞ্জেই সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

ডিএমপির চকবাজার জোনের সহকারী কমিশনার মো. ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৭ মে মনিরুজ্জামান অফিসে এসে ছুটি নিয়েছিলেন। তিনি জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন।

ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।”

সেই পরীক্ষার ফলাফল এখন পাওয়া যায়নি বলে জানান চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার।

মনিরুজ্জামানের গ্রামের বাড়ি পাবনায়। ২০০২ সাল থেকে ডাচ-বাংলা ব্যাংকে চাকরি করছিলেন।

তার লাশ নারায়ণগঞ্জে দাফন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইলিয়াছ।

ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, তাদের ব্যাংকের ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাদের অনেকগুলো চ্যানেল তো, মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং, এটিএম এবং সাধারণ ব্যাংকিং, সব মিলিয়ে আমাদের অনেক বেশি লোক।”