এসএসসির ফল হস্তান্তর

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে দীর্ঘ প্রতীক্ষা শেষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে, যে ফল জনার অপেক্ষায় আছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 05:12 AM
Updated : 31 May 2020, 06:19 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশের আনুষ্ঠানিকতা সারেন।

তবে বিস্তারিত তথ্য জানা যাবে বেলা ১১টার পর। শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

এরপর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। বরাবরের মত এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।

ফল প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সেই শিক্ষা দিতে হবে যেন তা দেশ ও মানুষের কল্যাণে লাগে।

“কারণ তারাই লেখাপড়া শিখে বাংলাদেশেকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে।”

শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে অন্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ফলাফলে এবারও ‘ইতিবাচক সূচক’ লক্ষ্য করা গেছে। তবে ফলাফলের বিস্তারিত প্রকাশ করেননি তিনি।

এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবার ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

এবার ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল।

গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।