কোভিড-১৯ আক্রান্ত শান্ত-মারিয়ামের চেয়ারম্যানের মৃত্যু

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. ইমামুল কবির শান্ত মারা গেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 05:42 AM
Updated : 30 May 2020, 05:42 AM

শনিবার সকালে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বলে

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক ‍মুজিবুর রহমান ডিলু জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডায়াবেটিস ও নানা রোগে ভুগছিলেন শান্ত। সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার এই বন্ধু বীর মুক্তিযোদ্ধা সকালে মারা যান। করোনা পজিটিভও ছিল তার।”

জানাজা শেষে বনানীতে মা-বাবার কবরের পাশে ইমামুল শান্তকে দাফন করা হবে বলে জানান মজিবুর।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির জনসংযোগ কর্মককর্তা শাহানা ফেরদৌসী জানান জানান, ৬৬ বছর বয়সী ইমামুল কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

এরপর চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইমামুল।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, শান্তনিবাস, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল।