লিবিয়ায় পাচারকারীর স্বজনদের হাতে ২৬ বাংলাদেশি খুন

লিবীয় এক মানবপাচারকারীর স্বজনদের হাতে ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসী খুন হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 06:12 PM
Updated : 28 May 2020, 09:03 PM

আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত লিবিয়ার সরকার (জিএনএ) বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, মিজদা শহরে ২৬ বাংলাদেশি ও চার আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন এবং আহত ১১ জনকে জিনতানের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

মানবপাচারকারী খুন হওয়ার বদলায় তার পরিবারের সদস্যরা হতাহতের এই ঘটনা ঘটিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বেশ কয়েক বছর ধরে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানবপাচারের অন্যতম রুট হয়ে উঠেছে ইতালি।

এই ঘটনা নিয়ে লিবিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র সাফা মেসহলি বলেন, “আমরা মাত্রই এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে জেনেছি। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার এবং আহতদের সহায়তা দেওয়ার চেষ্টা করছি ।”