করোনাভাইরাসে মারা গেলেন স্পেশাল অলিম্পিকসের উপদেষ্টা ইসহাক ভূঁইয়া

কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন স্পেশাল অলিম্পিকস্‌ বাংলাদেশের উপদেষ্টা, মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব ইসহাক ভূঁইয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 02:55 PM
Updated : 28 May 2020, 03:15 PM

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় টিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন স্পেশাল অলিম্পিকস্‌বাংলাদেশের পরিচালক ফারুকুল ইসলাম।

তিনি জানান, ইসহাক ভূঁইয়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে সপ্তাখানেক আগে সিএমএইচে ভর্তি হন।

বেশ কিছুদিন ধরেই তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যায় ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তিন সন্তানের জনক ইসহাক ভূঁইয়াকে রায়েরবাজারে বুদ্ধিজীবী সমাধিস্থলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বলে জানান ফারুকুল ইসলাম।

ইসহাকের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন।

ছাত্রজীবনে রাজনীতিতে জড়িত থাকা ইসহাক ভূঁইয়া সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পর গত ১৫ বছর স্পেশাল অলিম্পিকস্‌ বাংলাদেশের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সংগঠনটিতে একসময় ভাইস চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন।

স্পেশাল অলিম্পিকস্‌ বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া সংগঠন। তার নেতৃত্বে বেশ কয়েকবার আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এসেছে বলে জানান ফারুকুল ইসলাম।

তার মৃত্যুতে স্পেশাল অলিম্পিকস্‌বাংলাদেশের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।