নগদ সহায়তার তালিকায় অনিয়ম: ৩ জনপ্রতিনিধি বরখাস্ত

কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা তৈরিতে অনিয়মের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলার তিন জনপ্রতিনিধিকে বরখাস্ত করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 10:58 AM
Updated : 28 May 2020, 10:58 AM

এছাড়া সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে বরখাস্ত করা হয়েছে আরও দুইজন জনপ্রতিনিধিকে।

ইউনিয়ন পরিষদের দুইজন চেয়ারম্যান এবং তিনজন সদস্যকে সাময়িক বরখাস্ত করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এ নিয়ে ত্রাণ বিতরণে অনিয়মসহ সরকারি চাল আত্মসাৎ এবং অন্যান্য অনিয়মের জন্য ইউনিয়ন পরিষদের ২৩ জন চেয়ারম্যান, ৪৫ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং দুইজন পৌর কাউন্সিলরসহ মোট ৭১ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ভূঁইয়া, নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদ এবং এ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তাহের মিয়া বরখাস্ত হয়েছেন প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা তৈরিতে ‘ব্যাপক’ অনিয়মের অভিযোগে।

আদেশে বলা হয়, তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২৫০০ টাকা করে দিতে প্রথমদিকে যে তালিকা হয়েছিল তার অসঙ্গতি নিয়ে সমালোচনা শুরু হলে নতুন তালিকা করার নির্দেশ দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এরপর নতুন তালিকা ধরে যাচাই-বাছাইয়ের পর চারটি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিবারগুলোর কাছে ঈদ উপহারের টাকা পৌঁছানো শুরু হয়।

এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করে ভ্রাম্যমাণ আদালতের সাজায় জেলে থাকা গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বোরহান উদ্দিন এবং একই উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য বিলকিস বেগমকে বরখাস্ত করা হয়েছে।

কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না- তা ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে জানাতে নোটিস দেওয়া হয়েছে।