বনানীতে শায়িত সানবিমস অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 03:14 PM
Updated : 26 May 2020, 03:31 PM

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ প্রটোকল ও স্বাস্থবিধি মেনে সীমিত আকারে জানাজার পর নিলুফার মঞ্জুরকে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

জানাজা ও দাফনের কাজে সহায়তা করেন আল-মারকাজুল ইসলামীর সদস্যরা। পরিবারের সদস্যদের মধ্যে ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে মারা যান করোনাভাইরাসে আক্রান্ত নিলুফার। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

নিলুফার ১৯৭৪ সালের ১৫ জানুয়ারি ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন, যা এখন দেশের অন্যতম সেরা ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

তার স্বামী এপেক্স গ্রুপের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন বাসায় আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিলুফারের বাবা ডা. মফিজ আলী চৌধুরী ১৯৭২ সালে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ছিলেন। ১৯৬৬ সালে সৈয়দ মঞ্জুর এলাহীর সঙ্গে নিলুফারের বিয়ে হয়। তাদের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।