ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 07:46 AM
Updated : 26 May 2020, 07:46 AM

মঙ্গলবার পৃথক শোকবার্তায় রাষ্ট্র ও সরকারপ্রধান আনোয়ারা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ারা বেগম। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

আনোয়ারা বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানিয়েছেন।

পৃথক বিবৃতিতে আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।