মাঝারি ভূমিকম্পে কাঁপল সিলেট

ভারতের মনিপুরে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের সিলেট অঞ্চল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2020, 04:15 PM
Updated : 25 May 2020, 04:15 PM

বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা ৪২ মিনিটে এই ভূমিকম্প হয়।

তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার এ্ই ভূকম্পনের উৎস ছিল ভারতের মনিপুর রাজ্য।

“সিলেট থেকে ২১৩ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এ ভূকম্পনের কেন্দ্র হওয়ায় ওই অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।”

ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠের ৫৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব ৩৬৬ কিলোমিটার।