হাজি মকবুলের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 05:54 PM
Updated : 24 May 2020, 05:54 PM

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার রাতে মারা যান।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত মকবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “একজন জনবান্ধব নেতা হিসেবে তিনি দল ও জনগণের জন্য কাজ করে গেছেন।”

প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী পৃথক পৃথক শোকবার্তায় হাজি মকবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

স্পিকার হাজী মকবুল হোসেনের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য ছিলেন মকবুল। তার ছেলে আহসানুল ইসলাম টিটু বর্তমান সংসদের সদস্য।